নিজস্ব প্রতিনিধি: গত ০৫ই আগষ্ট ২০২৪ইং বাংলাদেশ আওয়ামিলীগের বড়সড় পতনের পরে পালিয়ে যায় আওয়ামিলীগের সভানেত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ দলীয় অনেক নেতাকর্মী। পালিয়ে ও দেশের অন্তবর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে সোস্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে পোস্ট করে যাচ্ছে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে অন্তবর্তীকালীন সরকারকে হুমকি দিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছে পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম। তিনি তার ফেসবুকে লেখেন, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ ও সিটার আসিফ নজরুল ষাড়,৪ দিন আগে রাষ্ট্রপ্রতির পদত্যাগ দাবি করলেন,চাপা মারলেন ২ দিনের ভিতরে নতুন রাষ্ট্রপ্রতি নিয়োগ দিবেন,,তোর আব্বা সেনা প্রধান তোদের পাচা লাল করে দিবে ধৈর্য্যধর। ইউনুস সরকার আজ হোক বা কাল হোক তোদের ইউনুস বাপ পালাবেই,,তোদের লাশের বিন্দু পরিমান চিহ্ন পাওয়া যাবে না এই বাংলায়। এমন পোস্ট ফেসবুকে দেখে অনেকেই কমেন্টে বিতর্কিত উত্তর লিখেছেন। আবার অবেকেই আশা নিয়ে পজেটিভ ভাবেও দেখছেন বিষয়টি।
এ বিষয়ে পাবনার সাঁথিয়া থানার আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা থেকে তথ্য পাওয়া গেছে, ওই ছাত্রলীগ সভাপতি দীর্ঘদিন পালিয়ে আছে। সে অজ্ঞাত স্থান থেকে ফেসবুকে পোস্ট দিচ্ছে। যাতে করে দেশের অন্তবর্তীকালীন৷ সরকারকে প্রশ্নবিদ্ধ করে। তাকে আইনের আওতায় আনতে চেষ্টা করা হচ্ছে ও বলে জানান তারা।