ঢাকামঙ্গলবার , ২৯ জুন ২০২১
আজকের সর্বশেষ খবর

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি আবারও বাড়লো


জুন ২৯, ২০২১ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

মহামারী করোনাভাইরাসের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চলমান ছুটি আরেক দফা বাড়িয়ে আগামী ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী ছুটি ছিল ৩০ জুন পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সারাদেশে করোনা পরিস্থিতি আরো অবনতি হওয়ায় এবং লকডাউন কার্যকর থাকায়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এবতেদায়ী ও কওমি মাদরাসাগুলোর চলমান ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।’

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৮ জুন থেকে সারাদেশে সীমিত পরিসরে লকডাউন শুরু হয়েছে এবং ১ জুলাই থেকে কঠোর লকডাউন শুরু হচ্ছে। এসময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি কারণ ছাড়া ঘর থেকে কেউ বের হতে পারবেন না।

কঠোর লকডাউনের সময় জরুরি পণ্যবাহী বাহন ছাড়া সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যববহৃত যানবাহন শুধু চলাচল করতে পারবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।