ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

গঙ্গাচড়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এনসিপির ত্রাণ সহয়তা বিতরণ


অক্টোবর ৭, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

রংপুর প্রতিনিধি:   রংপুরের গঙ্গাচড়ায় ঘূর্ণিঝড় এবং তিস্তার আকস্মিক বন্যায় বিপর্যস্ত ৫০০ পরিবারের মধ্যে শুকনো খাবারের বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই দুর্যোগে বহু পরিবার বাড়িঘর, অন্নভাণ্ডার ও জীবিকার সরঞ্জাম হারিয়েছে।

মঙ্গলবার রাত ৮টা থেকে শুরু হওয়া এই কার্যক্রমে উপস্থিত ছিলেন উত্তরার অঞ্চলের মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, রংপুর মহানগর যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, রংপুর জেলা যুগ্ম সমন্বয়কারী মোঃ এরশাদ হোসেন, জেলা সদস্য কামরুজ্জামান, বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সাংসদের সদস্য সচিব তানজিম আলম তাসিন, উপজেলা প্রধান সমন্বয়কারী রিফাতুজ্জামান সহ উপজেলা ও ইউনিয়ন সংগঠকবৃন্দ।
সাদিয়া ফারজানা দিনা বলেন, ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চেষ্টা করছি যাতে অন্তত প্রাথমিক ত্রাণ দ্রুত পৌঁছায়।
আলমগীর নয়ন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করা অত্যন্ত জরুরি। এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ জনগণের পাশে থাকতে।স্থানীয়রা জানান, এই বন্যা ও ঝড়ে অনেকের বাড়ি পানির নিচে তলিয়ে গেছে। এনসিপি-এর এই উদ্যোগ ক্ষতিগ্রস্তদের জন্য সাময়িক ত্রাণ হিসেবে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে ধরা হচ্ছে।উক্ত কার্যক্রমের মাধ্যমে এনসিপি আবারও প্রমাণ করেছে যে, তারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।