- কভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দেশের বিভিন্ন অঞ্চলে রোগীদের মাঝে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। এরই মাঝে বাড়তি অক্সিজেনের প্রয়োজন মেটাতে হিমসিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকে। কোন কোন জায়গায় একেবারেই অক্সিজেন শূন্য হয়ে পড়েছে। চলমান করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের পাশে অক্সিজেনের ফ্রি সার্ভিসের ঘোষণা দিয়ে তা রোগীদের বাসায়ই পৌছে দেওয়ার ব্যবস্থা করেছেন বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাড.শামসুর রহমান শিমুল বিশ্বাস। তার দেওয়া অক্সিজেনের ফ্রি সেবাটি নিয়ে রোগীদের ধারে ধারে যাচ্ছে পাবনা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সহ জেলা ছাত্রদলের নেতারা। তবে এই মহামারীর সময়ে এমন সেবা পেয়ে যেন পাবনার সকল এলাকার মানুষ উপকৃত হতে পারে এজন্য ও চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান তারা।দ্রুত অক্সিজেন পৌছে দিতে ছাত্রদলের দেওয়া নাম্বারটিতে ০১৭১১২৩৮৭১৪ ফোন দিলেই ছুটে চলে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন ও সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন সাব্বির । এই কাজের প্রসংশা করেছেন অনেকেই।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।