স্টাফ রিপোর্টার: আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের লিফট অপারেটর কর্মকর্তা মো: তারেক সরদারকে (৩০) পিতা: মোঃ আমির সরদার (গ্রাম: শিমুলিয়া পোস্ট অফিস: আটদিয়া বাজার থানা: নড়াইল সদর জেলা নড়াইল) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারী শিশু হাসপাতালের পাশে ডেকে নিয়ে অতর্কিত হা’ম’লা চালায় জসিম ও তার সন্ত্রাসী বাহিনী।
এ বিষয়ে লিফট অপারেটর মো: তারেক সরদার বলেন আমি আমার কর্মরত আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের কাজের জন্য লিফটে একটি ট্রলি নিয়ে উপরে উঠছিলাম ওই সময় জসিম ও তার স্ত্রী লিফটে ওঠে আমি আমার গন্তব্যে পৌঁছাতে তাদের একটু নামতে বলি এই কথায় আমার উপর ক্ষিপ্ত হয়ে কিছুক্ষণ পরে আমাকে নারী ও শিশু হাসপাতালের পাশে ডেকে নিয়ে জসিম সহ আরো ২০ থেকে ২৫ জন মিলে আমাকে মারধর করে আমার বাম পা এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই জাহাঙ্গীর তদন্ত করে ও সিসিটিভি ফুটেজ দেখে এর সত্যতা পায়।