ঢাকাশনিবার , ২১ জুন ২০২৫
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


জুন ২১, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:    ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে কিশোরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আজ শনিবার (২১ জুন) দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল আলম সেলিম। কর্মশালার উদ্বোধন করেন পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. রমজান আলী।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান খান সোহেল চৌধুরী, ইউএনবির জেলা সংবাদদাতা মো. শফিকুল ইসলাম ফকির মতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিষদের উপদেষ্টা অধ্যাপক মোসাদ্দেক ভুইয়া, গবেষক ও লেখক সাদেক আহমেদ, কটিয়াদী উপজেলা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম সুমন এবং সাংবাদিক আহসানুল হক জুয়েল।

কর্মশালায় ‘ইসলামের আলোকে সাংবাদিকতা ও নৈতিকতা’ শীর্ষক আলোচনা উপস্থাপন করেন মাওলানা আজহারুল ইসলাম। ‘সংবাদ লেখার কৌশল’ বিষয়ে বক্তব্য রাখেন শামসুল আলম সেলিম এবং ‘ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ পরিবেশন’ বিষয়ক প্রশিক্ষণ দেন সাংবাদিক আবুল হাশেম বুলবুল।

দুপুরব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। সমাপনী বক্তব্যে সভাপতি শামসুল আলম সেলিম অংশগ্রহণকারীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করে নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।কর্মশালাটি সঞ্চালনা ও পরিচালনা করেন সাংবাদিক আহসানুল হক জুয়েল।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।