জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জাপান শাখা, উদ্যোগে আয়োজিত দেশ মাতার রোগমুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবী ও দেশ নায়ক তারেক রহমান এর সুস্বাস্থ কামনায় বিশেষ দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টোকিওর টোশিমা ইকেবুকরো বিজ হলে আজকের সভায় লাইভে বক্তব্য রাখেন বিএনপির ভাইস প্রেসিডন্ট এবং সাবেক সভাপতি জাতীয় প্রেস ক্লাব জনাব শওকত মাহমুদ, বর্তমান সাধারন সম্পাদক জাতীয় প্রেস ক্লাব ইলিয়াস খাঁন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তজাতিক সহসম্পাদক বিশিষ্ট কন্ঠ শিল্পী বেবী নাজনীন, শরাফত হোসাইন বাবু সাবেক ভারপাপ্ত সভাপতি এমরিকা বিএনপি,যুবদলের সহ সভাপতি, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিন এর সভাপতি এস এম জিলানী,ভিপি মাসুম কেন্দীয় স্বেচ্ছাসেবক দল উপদেষ্টা,বাবুল সারেঙ্গ কেন্দীয় স্বেচছাসেবক দল সহসাংগঠনিক সম্পাদক,সহ জাপান বিএনপির সাধারন সম্পাদক আজকের দোয়া মাহফিল এবং আলেচনা সভার মূল আকর্ষন মীর রেজাউল করীমরেজা,সাংগঠনিক সম্পাদক জাকির মাসুম,জসিম উদ্দিন জাপান বিএনপির সিনির্য়র নেতা,রারি আকবার হোসেন জাপান বিএনপির সির্নিয়র নেতা,ফয়সাল সালাউদ্দিন,দপ্তর সম্পাদক জাপান বিএনপি,অন্যান্য নেতৃবন্দ। সভার সভাপতিত্ব করেন জাপান বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল জাপান শাখার সভাপতি হায়দার হোসেন,মোল্লা দেলোয়ার,খায়রুল হাসান মামুন সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা,জাপান বিএনপির নেতা,কাজী সাদেকুল হায়দার বাবলু জাপান যুবদল সভাপতি,শাহরিয়া সাজ্জাদ সাধারন সম্পাদক স্বেচছাসেবকদল জাপান শাখা,রুবেল আহম্মেদ স্বেচছাসেবকদল সিনির্য়র নেতা,দোয়া পরিচারনা করেন টুটুল ইব্রাহীম স্বেচছাসেবক দল নেতা,নাছির উদ্দিন যুবদল জাপান শাখা সহসভাপতি,মাসুদ প্রবন ছাত্রদল সভাপতি,,প্রমূখএবং
হাজী সৈয়দ মোর্শেদ আলম আজাদ।