নুরে আলম হাওলাদারঃ শরীয়তপুর জেলা জাজিরার মাঝির ঘাট নৌপুলিশ ফাঁড়ির অভিযানে পদ্মানদী থেকে ছয় চাঁদাবাজ ও দুই অবৈধ বালু উত্তোলনকারী সহ তিনটি ট্রলার ও একটা বাল্কহেড আটক করা হয়েছে।২৬ আগস্ট রাতে মাঝির ঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মিয়ার নেতৃত্বে মাঝির ঘাট পদ্মানদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে, উক্ত অভিযানে তিনটি ট্রলার ও একটা বাল্কহেড সহ ছয়জন চাঁদাবাজ দুইজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়। আটককৃতরা হলো মাছুদ রানা(২৮) পিতা:মৃত ছানাউল্লাহ,হযরত আলী(৩৫) পিতা:জলিল উভয়ের গ্রাম :সিকিরচর নয়া কান্দি, থানা: মতলব জেলা:চাঁদপুর, সাদ্দাম (২৮) পিতা: হামিদ শিকদার, সেন্টু আকন (২৬) পিতা:আবুল আকন উভয় থানা: জাজিরা, আমিন (৩৫) পিতা:ইয়াছিন মল্লিক, নুরুজ্জামান (৪২) পিতা:মৃত আলিম উদ্দিন ছৈয়াল উভয় থানা জাজিরা,শাহাবুদ্দিন মল্লিক (৩০) পিতা: আব্দুর রশিদ, বাবু(২৫) পিতা: ইমাম মিয়া উভয় থানা জাজিরা।মাঝির ঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মিয়া বলেন, আমরা গতকাল ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছয়জন চাঁদাবাজ ও দুইজন বালু উত্তোলনকারী সহ তিনটি ট্রলার ও একটা বাল্কহেড জব্দ করি। উক্ত অভিযানে আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়েছে। আটককৃতদের পদ্মা সেতু দক্ষিণ থানায় স্থানান্তর করা হয়েছে। নদীতে কোন ধরনের অবৈধ কাজ করতে দিবো না।