নুরে আলম হাওলাদারঃ শরীয়তপুর জেলা জাজিরার মাঝির ঘাট নৌপুলিশ ফাঁড়ির অভিযানে পদ্মানদী থেকে ছয় চাঁদাবাজ ও দুই অবৈধ বালু উত্তোলনকারী সহ তিনটি ট্রলার ও একটা বাল্কহেড আটক করা হয়েছে।২৬ আগস্ট রাতে মাঝির ঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মিয়ার নেতৃত্বে মাঝির ঘাট পদ্মানদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে, উক্ত অভিযানে তিনটি ট্রলার ও একটা বাল্কহেড সহ ছয়জন চাঁদাবাজ দুইজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়। আটককৃতরা হলো মাছুদ রানা(২৮) পিতা:মৃত ছানাউল্লাহ,হযরত আলী(৩৫) পিতা:জলিল উভয়ের গ্রাম :সিকিরচর নয়া কান্দি, থানা: মতলব জেলা:চাঁদপুর, সাদ্দাম (২৮) পিতা: হামিদ শিকদার, সেন্টু আকন (২৬) পিতা:আবুল আকন উভয় থানা: জাজিরা, আমিন (৩৫) পিতা:ইয়াছিন মল্লিক, নুরুজ্জামান (৪২) পিতা:মৃত আলিম উদ্দিন ছৈয়াল উভয় থানা জাজিরা,শাহাবুদ্দিন মল্লিক (৩০) পিতা: আব্দুর রশিদ, বাবু(২৫) পিতা: ইমাম মিয়া উভয় থানা জাজিরা।মাঝির ঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মিয়া বলেন, আমরা গতকাল ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছয়জন চাঁদাবাজ ও দুইজন বালু উত্তোলনকারী সহ তিনটি ট্রলার ও একটা বাল্কহেড জব্দ করি। উক্ত অভিযানে আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়েছে। আটককৃতদের পদ্মা সেতু দক্ষিণ থানায় স্থানান্তর করা হয়েছে। নদীতে কোন ধরনের অবৈধ কাজ করতে দিবো না।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭