ঢাকার আশুলিয়ায় একটি কক্ষ থেকে পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে আশুলিয়ার নাইটাংগেল এলাকার ইব্রাহিম খানের টিনশেড বাড়ির কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওই ব্যক্তির নাম ইউসুফ আলী (৩০)। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ফরিদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ভাড়াবাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
নিহতের পিতা মোহাম্মদ আলী জানান, কয়েকদিন ধরেই টিনশেডের কক্ষটি বন্ধ ছিল সকালে ওই কক্ষ থেকে পচাঁ গন্ধ আসছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় তালা ভেঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পায় সবাই।
আশুলিয়া থানার এসআই ইউনুস আলী জানায়, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ অর্ধগলিত দুই-তিন আগে মারা গেছে। নিহতের লাশ সুরতাহালের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।