ঢাকার আশুলিয়ায় একটি কক্ষ থেকে পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে আশুলিয়ার নাইটাংগেল এলাকার ইব্রাহিম খানের টিনশেড বাড়ির কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওই ব্যক্তির নাম ইউসুফ আলী (৩০)। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ফরিদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ভাড়াবাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
নিহতের পিতা মোহাম্মদ আলী জানান, কয়েকদিন ধরেই টিনশেডের কক্ষটি বন্ধ ছিল সকালে ওই কক্ষ থেকে পচাঁ গন্ধ আসছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় তালা ভেঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পায় সবাই।
আশুলিয়া থানার এসআই ইউনুস আলী জানায়, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ অর্ধগলিত দুই-তিন আগে মারা গেছে। নিহতের লাশ সুরতাহালের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭