ঢাকাবৃহস্পতিবার , ১৩ মে ২০২১

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশ ঈদের আনন্দ।


মে ১৩, ২০২১ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

সাগর আহম্মেদ

দেশের প্রায় শতাধিক স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদসহ ধর্মীয় অনুষ্ঠান পালিত হচ্ছে আজ। সৌদি আরবের সাথে মিল রেখে এসব গ্রামের মানুষ ঈদ পালন করেন। সে অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়াসহ আশপাশের উপজেলার ৬০টি গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। এছাড়াও সৌদির সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামেও আজ ঈদুল ফিতর পালিত হচ্ছে।

পটুয়াখালীর কয়েকটি গ্রামেও ঈদ জামাত অনুষ্ঠানের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।

এদিকে শরীয়তপুরের প্রায় ২৫টি গ্রামের লোকজন সুরেশ্বর দরবার শরীফে আজ ঈদুল ফিতরের নামায আদায় করেছে।

উল্লেখ্য, গতকাল বুধবার ১২ মে চাঁদপুরের হাজীগঞ্জে কয়েকটি গ্রামে আফ্রিকার সাথে মিল রেখে ঈদ পালিত হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।