সাগর আহম্মেদ
দেশের প্রায় শতাধিক স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদসহ ধর্মীয় অনুষ্ঠান পালিত হচ্ছে আজ। সৌদি আরবের সাথে মিল রেখে এসব গ্রামের মানুষ ঈদ পালন করেন। সে অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়াসহ আশপাশের উপজেলার ৬০টি গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। এছাড়াও সৌদির সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামেও আজ ঈদুল ফিতর পালিত হচ্ছে।
পটুয়াখালীর কয়েকটি গ্রামেও ঈদ জামাত অনুষ্ঠানের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।
এদিকে শরীয়তপুরের প্রায় ২৫টি গ্রামের লোকজন সুরেশ্বর দরবার শরীফে আজ ঈদুল ফিতরের নামায আদায় করেছে।
উল্লেখ্য, গতকাল বুধবার ১২ মে চাঁদপুরের হাজীগঞ্জে কয়েকটি গ্রামে আফ্রিকার সাথে মিল রেখে ঈদ পালিত হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭