ঢাকাবৃহস্পতিবার , ৬ মে ২০২১

বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া কামনা


মে ৬, ২০২১ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, মাতৃরূপা নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ারর শারীরিক অসুস্থতা বেড়ে গেছে। তার শ্বাসকষ্ট ও ডায়াবেটিস লেভেল বেড়ে গেছে এবং অক্সিজেন লেভেল কমে গেছে। করোনা নেগেটিভ হলেও উনার শরিরে করোনা পরবর্তী বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তিনি আগে থেকেই আরো অনেকগুলি শারীরিক সমস্যায় ভুগছেন। মা সমতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী উনার দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীর নিকট আন্তরিকতার সহিত দোয়া কামনা করেছেন।

সরকারের কাছে নিবেদন করেছেন, দেশবাসীর দাবী ও পারিবারিক আবেদনের প্রেক্ষিতে সাবেক এই প্রধানমন্ত্রী কে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি প্রদান করা হোক।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।