বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, মাতৃরূপা নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ারর শারীরিক অসুস্থতা বেড়ে গেছে। তার শ্বাসকষ্ট ও ডায়াবেটিস লেভেল বেড়ে গেছে এবং অক্সিজেন লেভেল কমে গেছে। করোনা নেগেটিভ হলেও উনার শরিরে করোনা পরবর্তী বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তিনি আগে থেকেই আরো অনেকগুলি শারীরিক সমস্যায় ভুগছেন। মা সমতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী উনার দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীর নিকট আন্তরিকতার সহিত দোয়া কামনা করেছেন।
সরকারের কাছে নিবেদন করেছেন, দেশবাসীর দাবী ও পারিবারিক আবেদনের প্রেক্ষিতে সাবেক এই প্রধানমন্ত্রী কে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি প্রদান করা হোক।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭