জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুকা) কর্তৃক সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রীয় (বীর বিক্রম) খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় বিজয় নগর থেকে মিছিলটি কাকরাইল মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলকারীদের লাঠিপেটা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ সময় পুলিশের হামলা ও লাঠি পেটায় যুবদল নেতা গোলাম মওলা শাহীন, ছাত্রদল নেতা ওমর ফারুক কাউসার, সোহেল সহ কয়েকজন আহত হন। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, মশালে আগুন ধরিয়ে কেবল মিছিল শুরু করলে পুলিশ হামলা করে। এ সময় পুলিশ চার জনকে আটক করেছে বলে জানান তিনি।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।