জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুকা) কর্তৃক সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রীয় (বীর বিক্রম) খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় বিজয় নগর থেকে মিছিলটি কাকরাইল মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলকারীদের লাঠিপেটা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ সময় পুলিশের হামলা ও লাঠি পেটায় যুবদল নেতা গোলাম মওলা শাহীন, ছাত্রদল নেতা ওমর ফারুক কাউসার, সোহেল সহ কয়েকজন আহত হন। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, মশালে আগুন ধরিয়ে কেবল মিছিল শুরু করলে পুলিশ হামলা করে। এ সময় পুলিশ চার জনকে আটক করেছে বলে জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭