ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

‎হবিগঞ্জে নদী থেকে সিলিকা বালু উত্তোলনে হরিলুট, নীরব প্রশাসন


জানুয়ারি ১৩, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:   হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নদী ও ছড়া থেকে অবৈধভাবে রাষ্ট্রীয় খনিজ সম্পদ সিলিকা ও লাল বালু উত্তোলন অব্যাহত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নীরবতায় প্রভাবশালী একটি সিন্ডিকেট প্রতিদিন কোটি টাকার বালু উত্তোলন ও বিক্রির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুট করছে।
‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দেওয়ারগাছ ইউনিয়নের সুতাং নদী, রানীগাঁও ইউনিয়নের জিবদর ছড়া, পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী, আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর ও কালিশিরী, এবং মিরাশি ইউনিয়নের নালমুখ খোয়াই নদী এলাকাসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে চলছে বালু উত্তোলন। এসব কর্মকাণ্ডে নদীর তীর ভাঙন, কৃষিজমি নষ্ট হওয়া ও পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
‎‎স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নীরবতা ও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই অবৈধ কার্যক্রম দীর্ঘদিন ধরে চলছে। এতে সরকার একদিকে রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে স্থানীয় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ইউপি সদস্য দুলাল ভূইয়া বলেন,“চুনারুঘাটে রাষ্ট্রীয় সম্পদ লুট চলছে প্রকাশ্যে। প্রশাসনের নিষ্ক্রিয়তা অত্যন্ত উদ্বেগজনক। এখনই ব্যবস্থা না নিলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি স্থানীয় জনজীবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

‎জাতীয় নাগরিক দলের জেলা সাংগঠনিক সম্পাদক ফজল কারী বলেন,“চুনারুঘাটের নদী-নালা থেকে প্রতিদিন কোটি টাকার বালু উত্তোলন হচ্ছে। প্রশাসনের নীরবতা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”‎এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি।‎স্থানীয়রা জানিয়েছেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত ও কার্যকর প্রশাসনিক উদ্যোগ না নিলে নদীভাঙন, কৃষিজমি ধ্বংস এবং পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি আরও বেড়ে যাবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।