ঢাকাশুক্রবার , ২ জানুয়ারি ২০২৬

৬৮ পাবনা-১ আসনে বিএনপির প্রার্থী ভিপি শামসুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা


জানুয়ারি ২, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

পাবনা প্রতিনিধি:   আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, যাচাই-বাছাই শেষে সকল কাগজপত্র সঠিক থাকায় ভিপি শামসুর রহমানের মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়। পূর্বে উত্থাপিত আপত্তি ও অভিযোগগুলো খতিয়ে দেখে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নিষ্পত্তি করা হয়েছে।

মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভিপি শামসুর রহমান বলেন, “এই রায় গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে একটি ইতিবাচক বার্তা। আমি বিশ্বাস করি, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পরিবর্তনের পক্ষে রায় দেবে।”

এদিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতারা জানান, এবার গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, পাবনা-১ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এ আসনে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।