

পাবনা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, যাচাই-বাছাই শেষে সকল কাগজপত্র সঠিক থাকায় ভিপি শামসুর রহমানের মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়। পূর্বে উত্থাপিত আপত্তি ও অভিযোগগুলো খতিয়ে দেখে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নিষ্পত্তি করা হয়েছে।
মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভিপি শামসুর রহমান বলেন, “এই রায় গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে একটি ইতিবাচক বার্তা। আমি বিশ্বাস করি, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পরিবর্তনের পক্ষে রায় দেবে।”
এদিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতারা জানান, এবার গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা আরও জোরদার করা হবে।
উল্লেখ্য, পাবনা-১ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এ আসনে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭