ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত


ডিসেম্বর ২১, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। যাত্রাবাড়ির ওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম আশিষ জোয়াদ্দার (৩২)।  শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আশিষের গ্রামের বাড়ি মাগুরা সদরের পাতুড়িয়া গ্রামে অমল জোয়ারদারের সন্তান। বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় থাকতেন।
নিহত আশিষকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আল আমিন বলেন, গতরাত একটার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারে নিচে আড়তের পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় ২/৩জন ছিনতাইকারী  তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা জানতে পেরেছি, নিহত আশিষ ছিনতাইকারী ছুরিকাআঘাতে আহত হয়েছেন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তার মৃত্যু হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।