

স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। যাত্রাবাড়ির ওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম আশিষ জোয়াদ্দার (৩২)। শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আশিষের গ্রামের বাড়ি মাগুরা সদরের পাতুড়িয়া গ্রামে অমল জোয়ারদারের সন্তান। বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় থাকতেন।
নিহত আশিষকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আল আমিন বলেন, গতরাত একটার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারে নিচে আড়তের পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় ২/৩জন ছিনতাইকারী তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা জানতে পেরেছি, নিহত আশিষ ছিনতাইকারী ছুরিকাআঘাতে আহত হয়েছেন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তার মৃত্যু হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭