ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫

গাইবান্ধায় নারী কল্যাণ সমিতি,পুনাক সভানেত্রী হিসেবে ইসরাত জাহান বীথির দায়িত্ব গ্রহণ


ডিসেম্বর ১৯, ২০২৫ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   পুলিশ লাইন্স, গাইবান্ধায় নারী কল্যাণ সমিতি (পুনাক), গাইবান্ধা-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গাইবান্ধা পুনাক সভানেত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন ইসরাত জাহান বীথি।

পুনাক গাইবান্ধার সদস্যবৃন্দ, পুলিশ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত থেকে নবনিযুক্ত পুনাক সভানেত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।দায়িত্বগ্রহণকালে নবনিযুক্ত পুনাক সভানেত্রী বলেন, সকলকে সঙ্গে নিয়ে পুনাক গাইবান্ধাকে আরও কার্যকর, মানবিক ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন পুনাক গাইবান্ধার সদস্যবৃন্দ এবং পুলিশ পরিবারের সদস্যবৃন্দ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।