

স্টাফ রিপোর্টার: পুলিশ লাইন্স, গাইবান্ধায় নারী কল্যাণ সমিতি (পুনাক), গাইবান্ধা-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গাইবান্ধা পুনাক সভানেত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন ইসরাত জাহান বীথি।
পুনাক গাইবান্ধার সদস্যবৃন্দ, পুলিশ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত থেকে নবনিযুক্ত পুনাক সভানেত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।দায়িত্বগ্রহণকালে নবনিযুক্ত পুনাক সভানেত্রী বলেন, সকলকে সঙ্গে নিয়ে পুনাক গাইবান্ধাকে আরও কার্যকর, মানবিক ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন পুনাক গাইবান্ধার সদস্যবৃন্দ এবং পুলিশ পরিবারের সদস্যবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭