ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

‎হবিগঞ্জে টিআরসি নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত


আগস্ট ২৯, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:    ‎হবিগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) জুন-২০২৫ ব্যাচের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) সকাল ১০টায় হবিগঞ্জ সদর উপজেলার আইডিয়াল হাই স্কুল, ভাদৈ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।‎
‎লিখিত পরীক্ষায় অংশ নেন শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। পরীক্ষা শুরুর আগে ভুয়া পরীক্ষার্থী শনাক্ত করতে প্রথমবারের মতো ফেস ডিটেকশন প্রযুক্তি ব্যবহার করে অংশগ্রহণকারীদের যাচাই করা হয়।

‎১ ঘণ্টা ৩০ মিনিটব্যাপী পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্নপত্র প্রদান করা হয়। পরীক্ষার পুরো সময়জুড়ে কেন্দ্র পরিদর্শন করেন হবিগঞ্জের পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের চেয়ারম্যান। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
‎‎জেলা পুলিশের পক্ষ থেকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় ছিল কঠোর নজরদারি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।