হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) জুন-২০২৫ ব্যাচের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) সকাল ১০টায় হবিগঞ্জ সদর উপজেলার আইডিয়াল হাই স্কুল, ভাদৈ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
লিখিত পরীক্ষায় অংশ নেন শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। পরীক্ষা শুরুর আগে ভুয়া পরীক্ষার্থী শনাক্ত করতে প্রথমবারের মতো ফেস ডিটেকশন প্রযুক্তি ব্যবহার করে অংশগ্রহণকারীদের যাচাই করা হয়।
১ ঘণ্টা ৩০ মিনিটব্যাপী পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্নপত্র প্রদান করা হয়। পরীক্ষার পুরো সময়জুড়ে কেন্দ্র পরিদর্শন করেন হবিগঞ্জের পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের চেয়ারম্যান। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
জেলা পুলিশের পক্ষ থেকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় ছিল কঠোর নজরদারি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭