ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ২ ‎


আগস্ট ২৯, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:    ‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার নাজিরপুর গ্রামের পূর্বপাড়া এলাকার একটি ব্রিজের কাছে এ অভিযান পরিচালিত হয়।

‎সেনাবাহিনীর সাহেববাজার বিদ্যুৎ কেন্দ্রস্থ আর্মি ক্যাম্প থেকে নিয়মিত টহলের অংশ হিসেবে ভোর সাড়ে ৫টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ৯৮ বোতল ফেনসিডিল, ২২ কেজি গাঁজা, একটি নাম্বারবিহীন ১০০ সিসি রানার মোটরসাইকেল এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

‎আটককৃতরা হলেন—মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া জালুয়াবাদ গ্রামের দুধ মিয়ার ছেলে মো. রমজান (২৫) এবং মো. মধু মিয়ার সুজন মিয়া (২০)।
‎‎অভিযান শেষে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেন তারা। পরে উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ তাদের মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) পনুয়েলের কাছে হস্তান্তর করা হয়।‎মাধবপুর থানার পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।