হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার নাজিরপুর গ্রামের পূর্বপাড়া এলাকার একটি ব্রিজের কাছে এ অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনীর সাহেববাজার বিদ্যুৎ কেন্দ্রস্থ আর্মি ক্যাম্প থেকে নিয়মিত টহলের অংশ হিসেবে ভোর সাড়ে ৫টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ৯৮ বোতল ফেনসিডিল, ২২ কেজি গাঁজা, একটি নাম্বারবিহীন ১০০ সিসি রানার মোটরসাইকেল এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া জালুয়াবাদ গ্রামের দুধ মিয়ার ছেলে মো. রমজান (২৫) এবং মো. মধু মিয়ার সুজন মিয়া (২০)।
অভিযান শেষে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেন তারা। পরে উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ তাদের মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) পনুয়েলের কাছে হস্তান্তর করা হয়।মাধবপুর থানার পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭