টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন ও পাইপ লাইন অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে উপজেলার আড়িয়ল ইউনিয়নের সিংহের নন্দন ও ধীপুর ইউনিয়নের মটুকপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ওয়াজেদ ওয়াসীফ। তিনি জানান, উপর্যুক্ত স্থানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে জমি ভরাট চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ড্রেজার পাইপ ও সরঞ্জাম দেখতে পাই। পরে ড্রেজার মেশিন ও পাইপ লাইন অপসারণ করা হয়। তিনি আরো জানান, অবৈধ ড্রেজার দিয়ে মাটি ভরাটের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।