ঢাকাশনিবার , ২৪ মে ২০২৫
আজকের সর্বশেষ খবর

নবীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিলেন শেখ মোঃ কামরুজ্জামান


মে ২৪, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক শেখ মোঃ কামরুজ্জামান।গত বৃহস্পতিবার রাতে তিনি নবীগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, গত মঙ্গলবার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে নবীগঞ্জ থানায় পদায়ন করা হয়।অপরদিকে, নবীগঞ্জ থানার পূর্বতন ওসি মো. কামাল হোসেনকে বদলি করে মাধবপুর সার্কেল অফিসে দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, নবনিযুক্ত ওসি শেখ মোঃ কামরুজ্জামান এর আগে এসবি, ডিএসবি এবং মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা।ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সাংবাদিকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।