স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক শেখ মোঃ কামরুজ্জামান।গত বৃহস্পতিবার রাতে তিনি নবীগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, গত মঙ্গলবার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে নবীগঞ্জ থানায় পদায়ন করা হয়।অপরদিকে, নবীগঞ্জ থানার পূর্বতন ওসি মো. কামাল হোসেনকে বদলি করে মাধবপুর সার্কেল অফিসে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, নবনিযুক্ত ওসি শেখ মোঃ কামরুজ্জামান এর আগে এসবি, ডিএসবি এবং মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা।ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সাংবাদিকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭