নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী সরকারি ও বেসরকারি রেসিডেন্টবৃন্দের আয়োজনে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। এসময় গণঅভ্যুত্থানে আহত ছাত্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
অনাড়ম্বর আয়োজনের এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডাঃ জাহিদুল কবির ও কেন্দ্রীয় ড্যাবের সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ জামশেদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আউয়াল বলেন, “এই পিজি ক্যাম্পাসের নাম পরিবর্তন হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে। কিন্তু লীগের দোসররা অবাধে চলাফেরা করে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। মনে হচ্ছে শুধু মোড়ক পরিবর্তন হয়েছে; কিন্তু ভেতরের উপাদান একই রয়ে গেছে।”
তিনি আরো বলেন, “নির্বাচনের জন্য সাধারণ মানুষ মুখিয়ে আছে। সকল সংস্কারের প্রস্তাব আড়াই বছর আগে ৩১ দফার মধ্যেই সকল সংস্কারের প্রস্তাবনা দেয়া আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বেই সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব।”
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-স্বাস্থ্য সম্পাদক ডাঃ মিজান রহমান, শেরে বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ এরশাদ মিয়া, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডাঃ ইমরান হোসেন, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আমিনুর রহমান রনি, বর্তমান আহ্বায়ক ডাঃ এএসএম নাজেম, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব ডাঃ নাভিম কবির প্রতীক, শেরে বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডাঃ কাজী আবু তালহা ফয়সাল, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহ সভাপতি ডাঃ মামুন, ডাঃ ইমরান হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ পিয়াস হাসান, ডাঃ মমি আনসারি, ডাঃ ওমর খৈয়াম, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি ডাঃ ফয়সাল, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ডাঃ নুরুন্নবী সজীব, ছাত্রদল নেতা ডাঃ সাব্বির শরীফ শাকিল, মুশফিক, শিহাব, সিফাত-সহ ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ।