নিজস্ব প্রতিনিধ: চীনা বৈদ্যুতিক গাড়ি আমদানি করলে কানাডাকে শতভাগ শুল্ক দিতে হবে। আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ঘোষণা করা হয়েছে শতকরা ২৫ ভাগ শুল্ক। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, চীন ইচ্ছাকৃতভাবে রাষ্ট্র নির্দেশিত অতিরিক্ত সক্ষমতা দেখাতে চাইছে। তার মোকাবিলা করছে অটোয়া। তবে তেসলার শুল্ক নমনীয় বা একই করা হবে কিনা সে বিষয়ে তিনি পরিষ্কার কিছু বলেননি।
উল্লেখ্য, ট্রুডো ওই ঘোষণা দেয়ার পর তেসলার শেয়ারের দরপতন হয়েছে শতকরা ৩ ভাগ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ট্রুডো বলেন, আমি মনে করি সবাই জানি যে, একই নিয়ম মেনে চলছে না চীন। এ বছর ১লা অক্টোবর থেকে নতুন শুল্ক আরোপ হবে তাদের ওপর। বিশ্বের অন্য স্থানের অর্থনীতি যেভাবে চলছে আমরাও সেটা অনুসরণ করছি।
নোভা স্কশিয়ায় হ্যালিফ্যাক্সে তিন দিনের মন্ত্রিপরিষদের রুদ্ধদ্বার বৈঠকের এক ফাঁকে এ কথা বলেন ট্রুডো। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও অন্য মিত্ররা যে নীতি অনুসরণ করে চলবে অটোয়া সে অনুযায়ী কাজ অব্যাহত রাখবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মে মাসে চীনের বৈদ্যুতিক গাড়ির দামে শতভাগ শুল্ক আরোপ করেন।
সেমিকন্ডাক্টর এবং সৌর কোষে বা ব্যাটারিতে দ্বিগুন শুল্ক বৃদ্ধি করে তা শতকরা ৫০ ভাগে নিয়ে যান। লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং কৌশলগত অন্য পণ্যের ওপর শতকরা নতুন করে ২৫ ভাগ শুল্ক আরোপ করেন। ওদিকে এ মাসে ইউরোপিয়ান ইউনিয়ন বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শতকরা ৩৬.৩ ভাগ শুল্ক আরোপ করে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।