নিজস্ব প্রতিনিধ: চীনা বৈদ্যুতিক গাড়ি আমদানি করলে কানাডাকে শতভাগ শুল্ক দিতে হবে। আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ঘোষণা করা হয়েছে শতকরা ২৫ ভাগ শুল্ক। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, চীন ইচ্ছাকৃতভাবে রাষ্ট্র নির্দেশিত অতিরিক্ত সক্ষমতা দেখাতে চাইছে। তার মোকাবিলা করছে অটোয়া। তবে তেসলার শুল্ক নমনীয় বা একই করা হবে কিনা সে বিষয়ে তিনি পরিষ্কার কিছু বলেননি।
উল্লেখ্য, ট্রুডো ওই ঘোষণা দেয়ার পর তেসলার শেয়ারের দরপতন হয়েছে শতকরা ৩ ভাগ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ট্রুডো বলেন, আমি মনে করি সবাই জানি যে, একই নিয়ম মেনে চলছে না চীন। এ বছর ১লা অক্টোবর থেকে নতুন শুল্ক আরোপ হবে তাদের ওপর। বিশ্বের অন্য স্থানের অর্থনীতি যেভাবে চলছে আমরাও সেটা অনুসরণ করছি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭