ঢাকাশুক্রবার , ১৬ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ খবর

আওয়ামীলীগ বাংলাদেশকে ৫০ বছর পিছনে নিয়ে গেছে- শহিদুল ইসলাম বাবুল


আগস্ট ১৬, ২০২৪ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

মাহফুজুল হক, নিজস্ব প্রতিনিধি: আওয়ামীলীগ বাংলাদেশকে ৫০ বছর পিছনে নিয়ে গেছে। এখন আবার রাজনীতির কথা বলেন? ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী এবং খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে আজকের নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ কথা বলেন।

তিনি বলেন, আপনার কোটিপতি সন্তান বিদেশে বসে বলছে, এখন নাকি বিএনপি ছাড়া গণতন্ত্র হবে না, বেগম খালেদা জিয়াকে আটক রাখা ভুল ছিল। এতোদিন এই কথা কোথায় ছিলো?? এই দিন দিন না, আরো দিন আছে। কেবল মাত্র শুরু।

কৃষকদলের এই নেতা বলেন, ১৫ বছর যাবত বাংলাদেশকে একটি কসাইখানা পরিণত করেছেন, আমার ভাইকে কেড়ে নিয়েছেন মায়ের পাশে থেকে, সন্তানকে কেড়ে নিয়েছেন পিতার সামনে থেকে, পিতাকে কেড়ে নিয়েছেন সন্তানের কাছ থেকে, অসংখ্য সহযোদ্ধাকে গুম করেছেন, বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, দম্ভ আর অহংকারে আপনার মাটিতে পা পরতো না। অহংকার করে বলেছিলেন শেখ হাসিনা নাকি পালায় না। অথচ দুই দিনের মধ্যে হাজার হাজার কর্মীদের নিরাপত্তাহীন রেখে আপনার বোনকে নিয়ে চোরের মতো পালিয়ে গেছেন। আপনার সকল অপকর্মের বিচার বাংলাদেশের মাটিতে হবে বা হতেই হবে।

তিনি আরও বলেন, আমাদের ভাই হারিয়েছে, আমাদের সন্তান হারিয়েছে, আমার স্বদেশ ভুমিকে শোষনের আখরায় পরিণত করেছেন আর ভারতে বসে আপনি বাংলাদেশে প্রতিবিপ্লবের স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্ন আমরা জীবিত থাকলে বাস্তবায়িত হতে দিবো না। ইনশাআল্লাহ।

ওবায়দুল কাদের বলেছিলেন আওয়ামী লীগের পতন হলে ১০ লক্ষ লোক মারা যাবে। আপনারা দেখেছেন আমাদের দল ও বাংলাদেশের মানুষ যেভাবে সহনশীলতা দেখিয়েছে, ৫ জুলাইয়ের পরে বাংলাদেশের কোথাও আমরা মৃত্যুর খবর পাই নাই। তবে, বক্তব্য পরিস্কার। আমাদের সহনশীলতাকে যদি দুর্বলতা মনে করেন, তাহলে ভুলের স্বর্গে বাস করছেন। প্রয়োজনে এক একজনকে ধরে এনে ছাত্র-জনতা মিলে গণধোলায় দেয়া হবে।


✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।