ঢাকামঙ্গলবার , ২৫ জুন ২০২৪

কোটচাঁদপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত মস্তক বিহীন ব্যক্তির লাশ উদ্ধার


জুন ২৫, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশন সংলগ্ন ৪৮ নং ব্রীজ ৯৯/১০৮/০ পিলার এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।(২৫শে-জুন)মঙ্গলবার সকালে উপজেলার বলুহর ডাকাত তলার গ্রামের মাঠে তার মৃতদেহ পাওয়া যায়। তবে ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক(৩২)বছর।যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ এসআই মণি তোস জানান,আজ সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করেছি,খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা ট্রেনে এ ঘটনা ঘটতে পারে,লাশের মাথা ও একটি হাত পাওয়া যায়নি তবে লাশের পাশে একটি সাইড ব্যাগ ও দুইটি মোবাইল পাওয়া গেছে।লাশের পরিচয় পাওয়া গেলে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।