ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশন সংলগ্ন ৪৮ নং ব্রীজ ৯৯/১০৮/০ পিলার এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।(২৫শে-জুন)মঙ্গলবার সকালে উপজেলার বলুহর ডাকাত তলার গ্রামের মাঠে তার মৃতদেহ পাওয়া যায়। তবে ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক(৩২)বছর।যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ি'র ইনচার্জ এসআই মণি তোস জানান,আজ সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করেছি,খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা ট্রেনে এ ঘটনা ঘটতে পারে,লাশের মাথা ও একটি হাত পাওয়া যায়নি তবে লাশের পাশে একটি সাইড ব্যাগ ও দুইটি মোবাইল পাওয়া গেছে।লাশের পরিচয় পাওয়া গেলে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭