ঢাকাসোমবার , ১ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ খবর

ঝিনাইদহ জেলার শৈলকুপায় সামাজিক দলে যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ


এপ্রিল ১, ২০২৪ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহ শৈলকুপা ধলহরাচন্দ্র ইউনিয়ন বন্দেখালী গ্রামে সামাজিক দলে যোগদানকে কেন্দ্র করে অতর্কিত হামলা ও বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে রবিবার ভোরে। এসময় সমির বিশ্বাস, লুৎফর বিশ্বাস ও মহব্বুল বিশ্বাস আহত হয়েছে।

আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।

শিকদার মোঃ মুস্তাফিজুর রহমান জানান, ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাসের লোকজন আমার সামাজিক দলে যোগদান করে। এতে ক্ষুব্ধ হয়ে রবিবার ভোরে প্রতিপক্ষরা বাড়ীঘরে অতর্কিত হামলা চালায়।

এ হামলায় অন্তত ১০ টি বাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে এবং আমার দলের ৩ কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।