ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহ শৈলকুপা ধলহরাচন্দ্র ইউনিয়ন বন্দেখালী গ্রামে সামাজিক দলে যোগদানকে কেন্দ্র করে অতর্কিত হামলা ও বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে রবিবার ভোরে। এসময় সমির বিশ্বাস, লুৎফর বিশ্বাস ও মহব্বুল বিশ্বাস আহত হয়েছে।
আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।
শিকদার মোঃ মুস্তাফিজুর রহমান জানান, ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাসের লোকজন আমার সামাজিক দলে যোগদান করে। এতে ক্ষুব্ধ হয়ে রবিবার ভোরে প্রতিপক্ষরা বাড়ীঘরে অতর্কিত হামলা চালায়।
এ হামলায় অন্তত ১০ টি বাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে এবং আমার দলের ৩ কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭