ফখরুল ইসলাম বিপ্লব, সিলেট: সিলেট জেলার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ বাজার মনিটরিং করেন মোবাইল কোট।নেতৃত্বে ছিলেন জনাব ফয়সাল আহমেদ ( সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, কানাইঘাট, সিলেট )।গত ২৮শে মার্চ ২০২৪ইং রোজ বৃহস্পতিবার কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের রাজাগঞ্জ বাজারের সবজির দোকান, মোরগের দোকান, মিষ্টির দোকান সহ বিভিন্ন দোকানে বাজার মনিটরিং করেন তিনি। কয়েকটি দোকানে জরিমানা করেন এবং প্রতিটি দোকানে দ্রব্যাদির মূল্য তালিকা রাখার জন্য নির্দেশ প্রদান করেন। বাজারে মাংস ৭৫০ টাকা কেজি বিক্রয় করার নির্দেশ দিয়েছেন তিনি, তা না হলে মাংস বিক্রি বন্ধ করতে হবে। মাংস বিক্রিতে কঠোর নির্দেশ দিয়েছেন রাজাগঞ্জ বাস স্টেশন কমিটির সভাপতি আল উদ্দিনকে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।