ফখরুল ইসলাম বিপ্লব, সিলেট: সিলেট জেলার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ বাজার মনিটরিং করেন মোবাইল কোট।নেতৃত্বে ছিলেন জনাব ফয়সাল আহমেদ ( সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, কানাইঘাট, সিলেট )।গত ২৮শে মার্চ ২০২৪ইং রোজ বৃহস্পতিবার কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের রাজাগঞ্জ বাজারের সবজির দোকান, মোরগের দোকান, মিষ্টির দোকান সহ বিভিন্ন দোকানে বাজার মনিটরিং করেন তিনি। কয়েকটি দোকানে জরিমানা করেন এবং প্রতিটি দোকানে দ্রব্যাদির মূল্য তালিকা রাখার জন্য নির্দেশ প্রদান করেন। বাজারে মাংস ৭৫০ টাকা কেজি বিক্রয় করার নির্দেশ দিয়েছেন তিনি, তা না হলে মাংস বিক্রি বন্ধ করতে হবে। মাংস বিক্রিতে কঠোর নির্দেশ দিয়েছেন রাজাগঞ্জ বাস স্টেশন কমিটির সভাপতি আল উদ্দিনকে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭