ঢাকাবুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪

ঝিনাইদহে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।


ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ সংবাদদাতা মোঃ লতা মিয়া:রোজ বুধবার ১৪ই ফেব্রুয়ারি সকাল ১১:৩০ টায় ঝিনাইদহ সদর উপজেলায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছেন ঝিনাইদহ কৃষি বিভাগ। ২০২৩-২৪ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন মুখ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৮০ জন কৃষকের মাঝে ৪০০ কেজি বীজ সহ ৮০০ কেজি ডিওপি ও ৪০০ কেজি এমপিও স্যার প্রদান করা হয়।

কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল ঝিনাইদহ সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রাশিদুল ইসলাম রাসেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, ঝিনাইদহ উপজেলা কৃষি অফিসার মোঃ নুর -এ- নবী ঝিনাইদহ সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার শারমিন আক্তার সুমি, অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ জুনহিদ হাবিব প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।