ঝিনাইদহ সংবাদদাতা মোঃ লতা মিয়া:রোজ বুধবার ১৪ই ফেব্রুয়ারি সকাল ১১:৩০ টায় ঝিনাইদহ সদর উপজেলায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছেন ঝিনাইদহ কৃষি বিভাগ। ২০২৩-২৪ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন মুখ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৮০ জন কৃষকের মাঝে ৪০০ কেজি বীজ সহ ৮০০ কেজি ডিওপি ও ৪০০ কেজি এমপিও স্যার প্রদান করা হয়।
কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল ঝিনাইদহ সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রাশিদুল ইসলাম রাসেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, ঝিনাইদহ উপজেলা কৃষি অফিসার মোঃ নুর -এ- নবী ঝিনাইদহ সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার শারমিন আক্তার সুমি, অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ জুনহিদ হাবিব প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭