ঝিনাইদহ সংবাদদাতা:ঝিনাইদহ সদর উপজেলার পদ্মা কর ইউনিয়নের তিওরদহ কমিউনিটি ক্লিনিক টি প্রায়ই বন্ধ থাকা সহ রোগীদের ঠিকমতো ওষুধ না দেয়া এবং সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে । স্থানীয় সাধারণের অভিযোগের প্রেক্ষিতে রোজ রবিবার বেলা দুইটার দিকে ওই কমিউনিটি ক্লিনিকে গেলে দেখা যায় যে কমিটি ক্লিনিক টি তালাবদ্ধ। কমিউনিটি ক্লিনিক এর সামনে উপস্থিত একটি ছেলেকে কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি বিলকিস সম্পর্কে জানতে চাইলে ছেলেটি বলেন উনি সকাল ১০টার দিকে কমিউনিটি ক্লিনিক খুলে ছিলেন। তবে বেশ খানিক আগেই উনি বন্ধ করে চলে গেছেন কোথায় গেছেন তা আমি বলতে পারব না। তবে উনি সপ্তাহে প্রায় দুই এক দিন আসে না। আসলেও সাড়ে ১০টা ১১টার দিকে আসে আবার একটা ২টার দিকে চলে যায়। তাছাড়া গ্রামের মানুষ যদি কেউ ১২টার পরে আসে তাহলে সে তাদের ওষুধ দেয় না। বলে যে ১২টা পর্যন্ত ওষুধ দেয়ার নিয়ম একটা বাজলে হাত দেয়া যাবে না। এই বলে সে সাধারণ মানুষকে তাড়িয়ে দেয়।
এই কমিউনিটি ক্লিনিক বন্ধ প্রসঙ্গে ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মিথিলা ইসলামকে টেলিফোনের মাধ্যমে জানতে চাইলে সে বলে যে আজ তো কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকার কথা না। যদি বন্ধ থাকে তাহলে আমি যত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।