ঢাকাশনিবার , ৬ জানুয়ারি ২০২৪

রাজবাড়ী বালিয়াকান্দী ভোটকেন্দ্রের পাহারাদার গ্রাম পুলিশ নিহত


জানুয়ারি ৬, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

৫ই জানুয়ারী ২০২৪ইং শুক্রবার, দিবাগত রাতে রাজবাড়ীর বালিয়াকান্দীর চর আড়কান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাহারায় দায়িত্বরত রণজিৎ কুমার নামের এক গ্রাম পুলিশ সদস্যের মৃতদেহ উপজেলার সদর ইউনিয়নের ঐ বিদ্যালয়ের পাশের এক বাগান থেকে মরদেহ উদ্ধার করেন পুলিশ। নিহত রণজিৎ বালিয়াকান্দির বাসিন্দা।

জানা গেছে যে, গ্রাম পুলিশ রণজিৎ চর আরকান্দি প্রাথমিক বিদ্যালয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র পাহারার দায়িত্বে ছিলেন। সঙ্গে ওই বিদ্যালয়ের নাইটগার্ড ইউসুফ হোসেনও তার সঙ্গে ছিলেন। রাত অনুমানিক সাড়ে ৩টার সময় রনজিৎ বিদ্যালয়ের পেছনে কাঠবাগানে যায়। আধাঘণ্টা অধিক সময় পরেও যখন ফিরে আসেনি তখন নাইটগার্ড তাকে ডাকা-ডাকি করে। রণজিৎ তাতে সাড়া না দেওয়ায় বিষয়টি নাইটগার্ড তার বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় মেম্বারকে মোবাইল ফোনে জানায়। পরে ভোর ৫টার দিকে অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে বিদ্যালয়ের পাশের কাঠবাগানে রনজিৎ এর মরদেহ খুঁজে পাওয়া যায়। স্থানীয় জনগণ প্রাথমিক ভাবে ধারণা করছে যে, সন্ত্রাসীরা গ্রাম পুলিশ রণজিৎ কুমারের গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। এদিকে, বালিয়াকান্দি থানা পুলিশ বলেন, তদন্ত করে মৃত রণজিৎ এর হত্যার প্রকৃতি ঘটনার বিস্তারিত বলা যাবে।

তাৎক্ষনিক সংবাদ পেয়ে, রাজবাড়ী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান, পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।