ঢাকাবুধবার , ২৭ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে নৌকার কর্মীর উপর স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার কর্মীর হামলা


ডিসেম্বর ২৭, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ  লক্ষ্মীপুর-৩ সদর আসনের নৌকার প্রার্থীর উপর স্বতন্ত্র প্রার্থী ট্রাকের কর্মীর হামলার অভিযোগ পাওয়া গেছে। ২৭ ডিসেম্বর বুধবার বিকেলে লক্ষ্মীপুর-৩ সদর আসনের চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী ইউনিয়নের বৌ-বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকুর নির্বাচনী প্রচারণা কালে, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের সমর্থন ও কর্মীদের হামলার শিকার হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করে। এ সময় মোঃ কাউছার ও ফজলে রাব্বি নামের নৌকার কর্মী আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু মুঠোফোনে জানান, প্রতিপক্ষ আমার কর্মী সমর্থকদের বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে ও হামলা করে এবং এই হামলার জন্য আমি আইনগত ব্যবস্থা গ্রহন করবো।এবিষয়ে ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ এম এ সাত্তারকে একাধিকবার ফোন করে পাওয়া যায়নি। যার জন্য বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক জানান, এবিষয়ে আমরা জানিনা এবং আমাদেরকে কেউ জানায়নি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।