ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-৩ সদর আসনের নৌকার প্রার্থীর উপর স্বতন্ত্র প্রার্থী ট্রাকের কর্মীর হামলার অভিযোগ পাওয়া গেছে। ২৭ ডিসেম্বর বুধবার বিকেলে লক্ষ্মীপুর-৩ সদর আসনের চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী ইউনিয়নের বৌ-বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকুর নির্বাচনী প্রচারণা কালে, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের সমর্থন ও কর্মীদের হামলার শিকার হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করে। এ সময় মোঃ কাউছার ও ফজলে রাব্বি নামের নৌকার কর্মী আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু মুঠোফোনে জানান, প্রতিপক্ষ আমার কর্মী সমর্থকদের বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে ও হামলা করে এবং এই হামলার জন্য আমি আইনগত ব্যবস্থা গ্রহন করবো।এবিষয়ে ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ এম এ সাত্তারকে একাধিকবার ফোন করে পাওয়া যায়নি। যার জন্য বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক জানান, এবিষয়ে আমরা জানিনা এবং আমাদেরকে কেউ জানায়নি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭