ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০২৩

শান্তিনগরে শেষ হলো ইসলামী আন্দোলনের গণমিছিল


নভেম্বর ১৫, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মাহফুজুল হক: নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার বিকাল সাড়ে ৩টার পর বায়তুল মোকাররম উত্তর গেটে থেকে এই গণমিছিল শুরু হয়ে শান্তিনগরে পুলিশের বাধার মুখে শেষ করে তারা।

এর আগে বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়েত হন দলটির নেতাকর্মীরা। এরপর সেখান থেকে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল শুরু করেন তারা।

এই গণমিছিলে নেতৃত্ব দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

এর আগে গত রোববার রাজধানীর পুরানা পল্টনস্থ নোয়াখালী টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।