ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

হবিগঞ্জে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোঃ গিয়াস উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ‎


জানুয়ারি ১৯, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আগাম প্রচারণার অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোঃ গিয়াস উদ্দিনকে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।‎নোটিশটি ১৫ জানুয়ারি কমিটির চেয়ারম্যান মোঃ রবিউল হাসান স্বাক্ষরিত স্মারক নং-০৫ এর মাধ্যমে জারি করা হয়। এতে বলা হয়েছে, প্রার্থী মোমবাতি প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন এমন একটি ভিডিও ‘The Speech’ নামের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচারিত হয়েছে, যার অনুসারীর সংখ্যা প্রায় ৭ লাখ ৭০ হাজার।
‎নোটিশে মোঃ গিয়াস উদ্দিনকে স্বশরীরে হাজির হয়ে ২০ জানুয়ারি দুপুর ১১টায় কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী ভোটের তিন সপ্তাহ আগে কোনো প্রকার নির্বাচনি প্রচারণা করা যাবে না।তার বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১খ (২) ও ৯১খ (৩) এবং আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৩, ১৮ ও ৩০ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
‎চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কমকর্তা ওসিকে নোটিশ দ্রুত জারি ও প্রতিবেদন সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়, রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাকে অনুলিপি পাঠানো হয়েছে।‎নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মোঃ রবিউল হাসান জানান, “আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কমিশন কঠোর অবস্থানে আছে। কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”‎নির্বাচন কমিশন আগাম প্রচারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।