

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আগাম প্রচারণার অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোঃ গিয়াস উদ্দিনকে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।নোটিশটি ১৫ জানুয়ারি কমিটির চেয়ারম্যান মোঃ রবিউল হাসান স্বাক্ষরিত স্মারক নং-০৫ এর মাধ্যমে জারি করা হয়। এতে বলা হয়েছে, প্রার্থী মোমবাতি প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন এমন একটি ভিডিও ‘The Speech’ নামের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচারিত হয়েছে, যার অনুসারীর সংখ্যা প্রায় ৭ লাখ ৭০ হাজার।
নোটিশে মোঃ গিয়াস উদ্দিনকে স্বশরীরে হাজির হয়ে ২০ জানুয়ারি দুপুর ১১টায় কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী ভোটের তিন সপ্তাহ আগে কোনো প্রকার নির্বাচনি প্রচারণা করা যাবে না।তার বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১খ (২) ও ৯১খ (৩) এবং আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৩, ১৮ ও ৩০ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কমকর্তা ওসিকে নোটিশ দ্রুত জারি ও প্রতিবেদন সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়, রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাকে অনুলিপি পাঠানো হয়েছে।নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মোঃ রবিউল হাসান জানান, “আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কমিশন কঠোর অবস্থানে আছে। কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”নির্বাচন কমিশন আগাম প্রচারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭